আজমগড়: নেতাজীর অন্তর্ধান রহস্য নিয়ে বহু রটনা রয়েছে। এখনও অনেকেই বিশ্বাস করেন বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজীর। গুজব রয়েছে তিনি নাকি গডম্যান গুমনামি বাবা ছদ্মনামে এদেশেই ছিলেন। এবার শিরোনামে নেতাজীর গাড়ি চালক কর্নেল নিজামুদ্দিন।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়ে প্রকাশ্যে এল বছর ১১৬-র কর্নেল নিজামুদ্দিনের কথা। সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে যান সইফুদ্দিন ওরফে নিজামুদ্দিন। সেখানেই তাঁর ভোটার আই কার্ড, পাসপোর্ট দেখে অবাক কর্তৃপক্ষ। পরিচয়পত্রে রয়েছে, তাঁর জন্ম ১৯০০ সালে। সেই হিসেবে এখন তাঁর বয়স ১১৬ বছর, ৩ মাস ও ১৪ দিন। তিনিই নেতাজীর গাড়ির ড্রাইভার ছিলেন বলে দাবি।
ঘটনাচক্রে গত ফেব্রুয়ারিতেই ১১৪ বছর বয়সে মৃত্যু হয় পৃথিবীর সবথেকে দীর্ঘজীবী মানুষের। জাপানের বাসিন্দা ছিলেন তিনি। কিন্তু নিজামুদ্দিনের তথ্য যদি সত্যি হয়, তাহলে তিনিই এই মুহূর্তে বিশ্বের সবথেকে দীর্ঘজীবী মানুষ।

নিজামুদ্দিনের স্ত্রী আজবুনিশাও বেঁচে রয়েছেন। তাঁর বয়স ১০৭ বছর। ব্যাঙ্কে দুজনে জয়েন্ট অ্যাকাউন্ট খুলছেন বলে জানা গিয়েছে।
নিজামুদ্দিনের বিষয়ে এতদিন কিছু জানতই না স্থানীয় প্রশাসন। এ খবরে স্বভাবতই অবাক সকলে। তাঁকে নিয়ে গর্বিত তাঁর এলাকার মানুষজন।