নয়াদিল্লি: নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম কোনওদিন যুদ্ধাপরাধীদের তালিকায় ছিল না। সদ্য প্রকাশিত গোপন ফাইলে এমনই তথ্য রয়েছে।


 

কেন্দ্রীয় সরকার নতুন করে নেতাজি সংক্রান্ত ২৫টি ফাইল প্রকাশ করেছে। অনলাইনে এই ফাইল প্রকাশ করেছেন তথ্য সচিব এন কে সিনহা। প্রধানমন্ত্রীর দফতরের ৫টি, স্বরাষ্ট্র মন্ত্রকের ৪টি এবং বিদেশ মন্ত্রকের ১৬টি গোপন ফাইল প্রকাশ্যে এসেছে। এই ফাইলগুলির সময়সীমা ১৯৬৮ থেকে ২০০৮ সাল।

 

এই ফাইলগুলির মধ্যেই নেতাজি অন্তর্ধান রহস্য উন্মোচনের জন্য গঠিত মুখোপাধ্যায় কমিশনের প্রধান বিচারপতি এম কে মুখোপাধ্যায়কে লেখা বিদেশ মন্ত্রকের এক আধিকারিকের একটি চিঠি রয়েছে। ওই চিঠির তারিখ ২০০২ সালের ২১ ফেব্রুয়ারি। সেই চিঠিতে বলা হয়েছে, টোকিও-র ভারতীয় দূতাবাস নির্ভুল তথ্য-প্রমাণের ভিত্তিতে জানিয়েছে, নেতাজির নাম যুদ্ধাপরাধীদের তালিকায় ছিল না।

 

উল্লেখ্য এ বছরের ২৩ জানুয়ারি নেতাজির ১১৯ তম জন্মদিবসে তাঁর বিষয়ে ১০০টি ফাইল প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দু দফায় আরও ৭৫টি ফাইল প্রকাশ করেছেন সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা।