মুম্বই: ভারত যদি নিয়ন্ত্রণরেখা টপকে জঙ্গি ঘাঁটিগুলিতে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তাহলে ইজরায়েলের সমর্থন পাবে তারা। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ কথা জানালেন।
এক সংবাদ চ্যানেলে নেতানিয়াহু বলেছেন, ভারত-ইজরায়েল সম্পর্ক বিশেষ কোনও দেশের বিরোধিতার জন্য নয়। তবে দু’দেশের কিছু বোঝাপড়া রয়েছে। ইজরায়েল পাকিস্তানের শত্রু নয়, পাকিস্তানেরও উচিত, ইজরায়েলের শত্রু না হওয়া।
ভারত-ইজরায়েল সম্পর্ককে দুই প্রাচীন সভ্যতা ও গণতন্ত্রের বোঝাপড়া বলে ব্যাখ্যা করেন তিনি। বলেন, বেশিরভাগ আরব দেশের কাছেই ইজরায়েল আর শত্রু নয়, বরং কট্টরপন্থার বিরুদ্ধে লড়াইয়ে তাদের অবিচ্ছেদ্য সঙ্গী। প্রতিবেশীদের দিকে ইজরায়েল শান্তির হাত বাড়িয়ে দেয়। কিন্তু অন্ততপক্ষে প্যালেস্তাইনের ক্ষেত্রে তার জবাব আসে না।
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গি ঘাঁটিতে আঘাত হানার অধিকার রাখে ভারত, বলল ইজরায়েল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2018 08:16 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -