PM Modi in UP LIVE Updates: দেব দীপাবলিতে প্রদীপ প্রজ্জ্বলিত করে ভাষণ প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিল্লিতে ব্যাপক কৃষক আন্দোলনের মধ্যেই কৃষি আইনের পক্ষে জোরাল সওয়াল প্রধানমন্ত্রীর। তিনি দাবি করেছেন, ‘কৃষি আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। যারা ছড়াচ্ছেন, দিনের পর দিন কৃষকদের সঙ্গে তাঁরা প্রতারণা করেছেন।’

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Nov 2020 06:47 PM

প্রেক্ষাপট

নয়া কৃষি আইনে কৃষকদের নতুন বিকল্প ও আইনি সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে,বারাণসীতে বললেন মোদি বারাণসী: নিজের সংসদীয় কেন্দ্র বারাণসী থেকে প্রয়াগরাজ হাইওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাণসী থেকে ৬ লেনের...More

মোদি বলেছেন, ভারত থেকে প্রায় ১০০ বছর আগে চুরি যাওয়া মা অন্নপূর্ণার মূর্তি দেশে ফেরত এসেছে। এটা কাশীর পক্ষে খুশির মুহূর্ত। এ ধরনের প্রচেষ্টা আগে চালানো হলে এ রকম আরও মূর্তি দেশে ফেরানো যেত। তবে কিছু মানুষের চিন্তাভাবনা আলাদা। আমাদের কাছে উত্তরাধিকার হল ঐতিহ্য। কাদেরও আমার উত্তরাধিকার মানে তাদের পরিবার।