PM Modi in UP LIVE Updates: দেব দীপাবলিতে প্রদীপ প্রজ্জ্বলিত করে ভাষণ প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিল্লিতে ব্যাপক কৃষক আন্দোলনের মধ্যেই কৃষি আইনের পক্ষে জোরাল সওয়াল প্রধানমন্ত্রীর। তিনি দাবি করেছেন, ‘কৃষি আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। যারা ছড়াচ্ছেন, দিনের পর দিন কৃষকদের সঙ্গে তাঁরা প্রতারণা করেছেন।’

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Nov 2020 06:47 PM
মোদি বলেছেন, ভারত থেকে প্রায় ১০০ বছর আগে চুরি যাওয়া মা অন্নপূর্ণার মূর্তি দেশে ফেরত এসেছে। এটা কাশীর পক্ষে খুশির মুহূর্ত। এ ধরনের প্রচেষ্টা আগে চালানো হলে এ রকম আরও মূর্তি দেশে ফেরানো যেত। তবে কিছু মানুষের চিন্তাভাবনা আলাদা। আমাদের কাছে উত্তরাধিকার হল ঐতিহ্য। কাদেরও আমার উত্তরাধিকার মানে তাদের পরিবার।
দীপ দীপাবলিতে প্রথম দীপ প্রজ্জ্বলন করেন প্রধানমন্ত্রী। ১৬ লক্ষ দিয়ার আলোয় ঝলমল করবে রাজঘাট।
কাশীর রাজঘাটে দেব দীপাবলি মহোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাশী-প্রয়াগরাজ হাইওয়ের উদ্বোধন করে বিশ্বনাথ মন্দিরে মোদি। অলকানন্দা ক্রুজে বিশ্বনাথ-করিডোর পরিদর্শন। সঙ্গে যোগী আদিত্যনাথ। গঙ্গার ঘাটে পালন করবেন দেব-দীপাবলি।
৬০০ কোটি টাকা খরচে তৈরি হচ্ছে ৫৫ হাজার বর্গমিটারের এই করিডোর।

প্রেক্ষাপট

নয়া কৃষি আইনে কৃষকদের নতুন বিকল্প ও আইনি সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে,বারাণসীতে বললেন মোদি


 


বারাণসী: নিজের সংসদীয় কেন্দ্র বারাণসী থেকে প্রয়াগরাজ হাইওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাণসী থেকে ৬ লেনের ৭৮ কিমির হাইওয়ে উদ্বোধন করলেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিল্লিতে ব্যাপক কৃষক আন্দোলনের মধ্যেই কৃষি আইনের পক্ষে জোরাল সওয়াল প্রধানমন্ত্রীর। তিনি দাবি করেছেন, ‘কৃষি আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। যারা ছড়াচ্ছেন, দিনের পর দিন কৃষকদের সঙ্গে তাঁরা প্রতারণা করেছেন।’ তিনি বলেছেন, আগে ছোট কৃষকরা সবসময় প্রতারণার শিকার হতেন।
এখন আর তা হবে না, ছোট কৃষকরা আইনি সুবিধে পাবেন। নতুন আইনে কৃষকদের নতুন বিকল্পের হদিশ দেওয়া হয়েছে।আগে ন্যূনতম সহায়ক মূল্যের ঘোষণা হত। কিন্তু বাস্তবে সেই সুবিধে মিলত না।
ঋণ-মকুব নিয়ে প্যাকেজ ঘোষণা হত, কিন্তু ছোট কৃষকরা তা পেতেন না।
তিনি বলেছেন, আগে শুধুই কৃষকদের নাম করে প্রতারণা করা হত। ‘আগে ভোটের সময় প্রতিশ্রুতি, পরে প্রতারিত হতেন কৃষকরা।কৃষকদের নিয়ে মিথ্যে প্রচার করা একসময় অভ্যাসে পরিণত হয়েছিল। তিনি বলেন, ‘আমরা বলেছিলাম ইউরিয়ার কালোবাজারি বন্ধ করব। এখন দেশে আর ইউরিয়া নিয়ে সঙ্কট তৈরি হয় না।’
প্রধানমন্ত্রী বলেছেন, ‘কৃষকদের জন্য ১ লক্ষ কোটির বিশেষ তহবিল ।’
বারাণসীতে এখন অনেক উন্নয়ন হচ্ছে।এখন এক্সপ্রেসওয়ে বলে পরিচিত উত্তরপ্রদেশ।
আগে উত্তরপ্রদেশে ২টি বিমানবন্দর, এখন ১২টি বিমানবন্দর গড়ে উঠছে।
নির্মাণকাজের জন্য অনেক কর্মসংস্থান তৈরি হয়েছে। বারাণসীর কৃষকদের জন্য বিশেষ কার্গো সেন্টার তৈরি হয়েছে। এখন লন্ডন, মধ্যপ্রাচ্যেও ফসল পাঠাতে পারছেন কৃষকরা। আগে উত্তরপ্রদেশের অবস্থা কী ছিল, সবাই জানে। উত্তরপ্রদেশ থেকে এখন তাজা সবজি যাচ্ছে লন্ডন, দুবাই।
প্রধানমন্ত্রী বলেছেন, কৃষকদের স্বনির্ভর করে তোলার উপায় অবলম্বন করা হয়েছে। কৃষকদের আয় বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষকদের ফসল বিক্রির স্বাধীনতা রয়েছে। নতুন আইনে পুরানো পদ্ধতিতে ফসল বিক্রয়েরও সুযোগ রয়েছে। নতুন আইন কৃষকদের পক্ষে লাভজনক।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.