শিলং: জবাইয়ের জন্য গবাদি পশু বিক্রি নিষিদ্ধ করে কেন্দ্রের নতুন নির্দেশিকার ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে গরু-পাচার কমবে বলে আশা প্রকাশ করল বিজেপি।
রবিবার, শিলংয়ে মেঘালয় রাজ্য বিজেপি সভাপতি শিবুন লিংডো বলেন, মেঘালয়ে একটি শক্তিশালী গরু-পাচার চক্র সক্রিয় রয়েছে। যার জেরে গোমাংসের দাম মারাত্মকভাবে বেড়ে গিয়েছে।
সহ সভাপতি জে এ লিংডো বলেন, কেন্দ্রের এই নির্দেশিকার ফলে গরু ও গো-হত্যা সংক্রান্ত বিতর্ক ফের মাথাচাড়া দিয়েছে। অনেকে, বিশেষ করে উপজাতিরা সংশয়ে রয়েছেন, এই নিষেধাজ্ঞার ফলে তাঁদের খাদ্যাভ্যাস বিঘ্নিত হবে।
এই ভীতি দুরীকরণে বিজেপি নেতা নলিন কোহলির শরণাপন্ন হয়েছে দলের মেঘালয় শাখা। দাবি, কেন্দ্রের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলে, জনমানসের এই ভীতি দূর করতে।
প্রসঙ্গত, গত পাঁচ বছরে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার হওয়ার সময় মেঘালয়ে বাজেয়াপ্ত করা হয় প্রায় ৮ হাজার গরু। পাচার রুখতে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগের দাবিও তোলা হয়।