নয়াদিল্লি: করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের নয়া ডিজিটাল প্ল্যাটফর্ম covidwarriors.gov.in-এ জনগনের কাছ থেকে ব্যাপক সমর্থনের প্রসঙ্গ ৬৪ তম 'মন কি বাত' অনুষ্ঠানে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকাল ১১ টায় 'মন কি বাত' অনুষ্ঠানে 'মনের কথা' বললেন প্রধানমন্ত্রী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ধারাবাহিক সমর্থনের জন্য দেশবাসীর প্রশংসাও করলেন তিনি।
সরকারের ওই পোর্টালে চিকিত্সক, নার্স, এনসিসি ক্যাডেট ও নাগরিক সমাজ থেকে প্রায় ১.২৫ কোটি রেজিস্ট্রেশন হয়েছে।
মোদি বলেছেন, আমি প্রত্যেককেই এই পোর্টালে যোগ দিয়ে কোভিড-এর বিরুদ্ধে যোদ্ধা হয়ে ওঠার আর্জি জানাচ্ছি।
করোনাভাইরাসের বিরুদ্ধে দেশবাসীর লড়াইকে কুর্নিশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, করোনাভাইরাসের মোকাবিলায় দেশবাসী একজোট হয়ে লড়ছেন। দেশের প্রত্যেক নাগরিক যেন এক এক জন ‘সৈনিক’।
তিনি বলেছেন, ‘দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ প্রশাসনের সঙ্গে মিলে এই লড়াই করছেন। আমরা দারিদ্রের বিরুদ্ধেও লড়ডাই করছি। সবাই যে এই লড়াইয়ে সামিল হয়েছেন, তাতে আমি গর্বিত। এই লড়াইয়ে আমরা সবাই এক এক জন সৈনিক।’
অতি সংক্রমক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মাস্কের গুরুত্বের কথাও শোনা গিয়েছেন প্রধানমন্ত্রীর ভাষণে। মাস্ক পরাকে জীবনের নতুন অঙ্গ হিসেবে গ্রহণ করার আবেদনও তিনি জানিয়েছেন।
মোদি বলেছেন, আমাদের প্রত্যেকের মাস্ক পরার প্রয়োজন। তা আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। এমনটা আগে ছিল না। মাস্ক সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি খুবই শীঘ্রই বদলে যাবে। আমরা বুঝতে পারছি যে, থুতু ফেলার বদভ্যাস সমস্যা হয়ে উঠছে। আমরা এটা আগেও জানতাম, কিন্তু ততটা খেয়াল করতাম না। কিন্তু এখন এই অভ্যেস বন্ধ করার লক্ষ্যে কাজ করতে হবে।
সংকটের এই সময়ে সাধারণ মানুষের অবদান ও সহযোগিতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
দেশের খাদ্যের চাহিদা মেটাতে নিরলকভাবে কাজ করার জন্য কৃষক সম্প্রদায়েরও প্রশংসা করেছেন মোদি।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে নয়া ওয়েবসাইটে ১.২৫ কোটি রেজিস্ট্রেশন, দেশবাসীর প্রশংসা প্রধানমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Apr 2020 08:49 PM (IST)
অতি সংক্রমক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মাস্কের গুরুত্বের কথাও শোনা গিয়েছেন প্রধানমন্ত্রীর ভাষণে। মাস্ক পরাকে জীবনের নতুন অঙ্গ হিসেবে গ্রহণ করার আবেদনও তিনি জানিয়েছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -