হায়দরাবাদ: একটি গাড়ি থেকে নতুন ২০০০ টাকার নোটে ৯৫ লক্ষ টাকারও বেশি বাজেয়াপ্ত করা হল। পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে। হায়দরাবাদে গাড়ি পরীক্ষা করে দেখার সময় ওই বিপুল পরিমাণ টাকার হদিশ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছ, পাঁচ জন একটি গাড়িতে বসেছিলেন। সন্দেহ হওয়ায়র হিমায়তনগরে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে একটি ব্যাগে ভর্তি ৯৫,১৮,০০০ টাকার হদিশ পাওয়া যায়।

গাড়ির আরোহীরা এত টাকা থাকা সম্পর্কে কোনও যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পারেননি। তাদের জেরা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের জন্য বিষয়টি আয়কর দফতরকে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।