নয়াদিল্লি: দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা প্রতিরক্ষামন্ত্রী হয়ে অগ্রাধিকারের তালিকা ঠিক করলেন নির্মলা সীতারামন। তিনি সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন মেন ইন ইন্ডিয়াকে।

মনোহর পর্রীকরের ইস্তফার পর এতদিন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলানো অরুণ জেটলি এখন জাপানে। তিনি ফিরে এলে বুধবার তাঁর হাত থেকে দায়িত্বভার নেবেন ৫৮ বছরের নির্মলা।

নয়া প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের মেক ইন ইন্ডিয়াই তাঁর অগ্রাধিকার। এই প্রকল্পে ভারতই তৈরি করে নেবে সাবমেরিন, ফাইটার প্লেন ও হেলিকপ্টারের মত যুদ্ধক্ষেত্রের উপযোগী যাবতীয় সরঞ্জাম। এর ফলে তৈরি হবে দেশীয় প্রতিরক্ষা শিল্প, বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরশীলতা কমবে।

মহিলাদের মুখোমুখি যুদ্ধে পাঠানো নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। সেনা ও প্রতিরক্ষা মন্ত্রক আলোচনা করছে বিষয়টি। কিন্তু মহিলা সেনানীদের সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানোর ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। নির্মলা জানিয়েছেন, খোলা মনে এ ব্যাপারে ভাবনাচিন্তা করবেন তিনি। তারপর নেবেন সিদ্ধান্ত।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাঁকে সেনাবাহিনীর আধুনিকীকরণ, অপর্যাপ্ত অস্ত্রভাণ্ডার সহ বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। শিগগিরই তাঁকে ব্রিফ দিতে শুরু করবে সেনা, নৌসেনা, বায়ু সেনা ও উপকূলরক্ষী বাহিনী। প্রতিবেশী চিন ও পাকিস্তানের আগ্রাসনের সামনে দেশের সুরক্ষার দায়িত্বও তাঁর। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তিনি, অবশ্যই প্রধানমন্ত্রীর সহায়তায়। তবে তার আগে সমস্ত বিষয় নিজে আগে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেবেন তিনি।