নয়াদিল্লি: যে কোনও সমাজ, দেশের কাছেই ভাষা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। দেশে নতুন যে শিক্ষানীতি আসছে, তাতে হিন্দি ভাষাকে তার প্রাপ্য গুরুত্ব দেওয়া হবে। জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সত্যপাল সিংহ।
তিনি বলেছেন, ১৮৩৫ সালে শিক্ষানীতি চালু হওয়ার সময় লর্ড ম্যাকুলে বলেছিলেন, ভারতীয়রা শুধু চেহারা, রক্তেই ভারতীয় থাকবে, কিন্তু ভাবনাচিন্তায় হবে ব্রিটিশ। আমরা মাতৃভাষায় কাজকর্ম করার কথা বলি বটে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সেই নেতারা কারা যারা হিন্দিকে গুরুত্ব দেননি? শীঘ্রই নয়া শিক্ষানীতি আসছে। এটা খুব দুর্ভাগ্যজনক যে, ইংরেজি না জানার জন্য অনেকে হীনমন্যতায় ভোগেন। মায়ের মতো নিজের ভাষাও বদলানো যায় না।
হিন্দিতে লেখা প্রযুক্তিগত শিক্ষার সেরা বইপত্রের লেখকদেরও অনুষ্ঠানে পুরস্কৃত করেন মন্ত্রী।
নতুন শিক্ষানীতি আসছে, প্রাপ্য গুরুত্ব দেওয়া হবে হিন্দিকে, জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
05 May 2018 03:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -