পুণে: পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে অভিনেতা গজেন্দ্র চৌহানের নিয়োগ নিয়ে এখনও উত্তপ্ত ক্যাম্পাস। এই নিয়ে পড়ুয়াদের বিক্ষোভ ১৩৯ দিনে পা দিয়েছে। এরই মধ্যে ক্যাম্পাসে র‍্যাগিং ও মদ্যপানের অভিযোগ তুললেন এফটিআইআই-এর নয়া ডিরেক্টর ভূপেন্দ্র কাঁইথোলা।


তিনি বলেন, ক্যাম্পাসে র‍্যাগিং ও মদ্যপানের ঘটনা ঘটে। এব্যাপারে প্রশাসনিকভাবে কোনও অভিযোগ না পেলেও পড়ুয়াদের সঙ্গে কথাবার্তার সময় তাঁর কাছে অভিযোগ এসেছে। অভিযোগ জানিয়েছে বিশেষত ছাত্রীরা। তিনি বলেন, এই কারণেই এফটিআইআইতে ছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছে। ভর্তি হতে চাইছে না তারা। আরও বলেন, মদের নেশার পাশাপাশি ক্যাম্পাসে ড্রাগ নেওয়ার অভিযোগও পেয়েছেন তিনি।

ভূপেন্দ্র বলেন, এবিষয়ে কোনও রকমভাবেই সুর নরম করা হবে না। এই ধরনের ঘটনা বিন্দুমাত্র সহ্য করবে না কর্তৃপক্ষ।

এইসঙ্গে তিনি বলেন, তিন বছরের সিলেবাস পুর্নবিবেচনাও করছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য সিনেমার জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতিষ্ঠানে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।