নয়াদিল্লি: করোনা আবহে নতুন এক ফিচার যোগ করল গুগল। এবার থেকে ভারতে বসে গুগলের মাধ্যমেই সকলে জেনে যাবেন, আপনাদের নিকটবর্তী করোনা পরীক্ষা কেন্দ্র কোথায় রয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ও মাইগভ অ্যাপের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে গুগল। ইংরেজির পাশাপাশি আটটি ভাষা – বাংলা, হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালম, কন্নড়, গুজরাতি ও মারাঠিতে জানা যাবে কাছের করোনা পরীক্ষা কেন্দ্রের হদিশ।

ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সার্চ রেজাল্ট পেজে এখন থেকে ‘টেস্টিং’ নামের একটি নতুন ট্যাব যোগ হয়েছে। সেখানে সমস্ত করোনা পরীক্ষা কেন্দ্রের হদিশ থাকবে। সেই সমস্ত সেন্টারে গিয়ে পরীক্ষা করার আগে কী কী করণীয়, সেটাও জানিয়ে দেবে গুগল।

পাশাপাশি গুগল ম্যাপে গিয়ে করোনাভাইরাস টেস্টিং বা কোভিড টেস্টিং টাইপ করলেই জানা যাবে সমস্ত নিকটবর্তী করোনা পরীক্ষা কেন্দ্রের ঠিকানা ও অবস্থান।