নয়াদিল্লি: যাঁরা আয়কর রিটার্ন ই-ফাইল করেন, তাঁদের জন্য একটি নয়া হেল্পলাইন নম্বরের বিজ্ঞপ্তি জারি করল আয়কর বিভাগ। রিটার্ন ই-ফাইলিং এবং অনলাইনে অন্যান্য কর সংক্রান্ত কার্যকলাপের জন্য এই নয়া হেল্পলাইন নম্বর দেওয়া হল।


আয়কর বিভাগের পক্ষ থেকে জারি করা অ্যাডভাইসরি-তে বলা হয়েছে, ই-ফাইলিং হেল্প ডেস্ক নম্বরের বদল হয়েছে। নতুন হেল্প লাইন নম্বরটি হল: ভারত টোল ফ্রি- 18001030025। ডিরেক্ট নম্বর- +918046122000।

আয়কর রিটার্ন ও আয়কর সংক্রান্ত অন্যান্য কাজের জন্য আয়কর দাতারা ই-ফাইলিং পোর্টাল ব্যবহার করেন বিভাগের ওয়েব পোর্টাল https://www.incometaxindiaefiling.gov.in –এ।

বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ই-ফাইলিং পোর্টালে কোনও সমস্যায় পড়লে নতুন হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে।

করদাতারা যে সব বিষয়ে সমস্যায় পড়েন সেগুলি সম্পর্কে প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তরদানের জন্য আয়কর বিভাগের পৃথক হেল্পলাইন নম্বর রয়েছে।