নয়াদিল্লি: কর্নাটক থেকে পাঁচবারের সাংসদ অনন্ত কুমার হেগড়ের ভীষণ দেমাক, তিনি তায় কো ন্ডু মার্শাল আর্ট জানেন। দরকারমত প্রয়োগও করেন। জানুয়ারিতে যেমন তায় কো ন্ডুতেই কাত করে দিয়েছিলেন কর্নাটকের সিরসির টিএসএস হাসপাতালের একাধিক চিকিৎসককে।

সেই অনন্তকুমার আজ স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হয়েছেন।

জানুয়ারির ঘটনা। বাড়িতে পড়ে গিয়ে শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙে যায় অনন্তকুমারের মায়ের। তাঁকে ভর্তি করা হয় বেঙ্গালুরু থেকে ৪০০ কিলোমিটারের মত দূরে টিএসএস হাসপাতালে। অনন্তকুমারের মনে হচ্ছিল, মায়ের দেখভাল ঠিকমত হচ্ছে না।

ব্যস, আর যায় কোথায়। আস্তিন গুটিয়ে চিকিৎসকদের ওপর চড়াও হন তিনি। সিসিটিভিতে দেখা যায়, একজনের গলা চেপে দেওয়ালে ঠেসে ধরে অনন্তকুমার ঠাস ঠাস করে চড় মারেন। মারধর করেন আরও এক চিকিৎসককে। সাংসদের সাগরেদরাই বা কম কীসে। অভিযোগ, হাসপাতালের অন্যান্য কর্মীদের ধাক্কাধাক্কি করে তারা। পরে দেখা যায়, চিকিৎসকদের গায়ে কালশিটে, মারের দাগ।

অনন্তকুমারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয় এ ব্যাপারে।

গত বছর তাঁর বিরুদ্ধে ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অভিযোগ ওঠে। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যতদিন ইসলাম জগতে থাকবে, সন্ত্রাসবাদও থাকবে। যতক্ষণ না আমরা পৃথিবী থেকে ইসলামকে নির্মূল করতে পারছি, সন্ত্রাসের মূলোচ্ছেদ করা সম্ভব নয়।