নয়াদিল্লি: অদূর ভবিষ্যতে ঠিকানার প্রমাণ হিসেবে আর কার্যকর হবে না পাসপোর্ট। কারণ, পাসপোর্টের শেষ পাতা, যেখানে ধারকের ঠিকানার বিবরণ থাকে, তা তুলে দেওয়ার ভাবনাচিন্তা করছে বিদেশমন্ত্রক।


একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ধারকের ওই ঠিকানা নিজেদের কাছেই রেখে দেবে পাসপোর্ট ও অভিবাসন দফতর। মন্ত্রকের ভিসা বিভাগ ও পাসপোর্ট কনস্যুলারের নীতি ও আইনি বিষয়ক উপ-সচিব সুরেন্দ্র কুমারকে উদ্ধৃত করে ওই পত্রিকা জানিয়েছে, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের রক্ষা করতেই পাসপোর্টের শেষ পাতা ফাঁকা রাখার কথা ভাবা হচ্ছে। তিনি যোগ করেন, পরবর্তী সিরিজে যে নতুন পাসপোর্ট ইস্যু করা হবে, তাতে এই পরিবর্তন দেখা যেতে পারে। আর যাঁদের পুরনো পাসপোর্ট রয়েছে, তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নতুন ধরনের পাসপোর্ট দেওয়া হবে।


শুধু তাই নয়। দ্রুত প্রক্রিয়াকরণের জন্য পাসপোর্টের রঙেও বদল আনার কথা ভাবছে কেন্দ্র। বর্তমানে তিন রঙের পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে। যে সব সরকারি আধিকারিক কেন্দ্রের তরফে বিদেশে যান, তাঁদের সাদা রঙের পাসপোর্ট দেওয়া হয়। কূটনীতিকরা লাল রঙের পাসপোর্ট পান এবং বাকিদের গাঢ় নীল রঙের পাসপোর্ট দেওয়া হয়। এই নীল শ্রেণিতেও আবার দুটি পৃথক উপ-শ্রেণি রয়েছে। একটিতে এমিগ্রেশন চেক বা অভিবাসন পরীক্ষা লাগে, অন্যটায় লাগে না। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় উপ-শ্রেণির ক্ষেত্রে পাসপোর্টের রঙ কমলা করার কথা ভাবছে কেন্দ্র।