মুম্বই: উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সহ নতুন ১০ টাকার নোট বাজারে ছাড়তে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। এদিন আরবিআই-এর তরফে জানানো হয়, মহাত্মা গাঁধী সিরিজের নতুন নোটগুলির উভয় নম্বর প্যানেলে ইনসেটে ইংরেজি হরফে ‘এল’ অক্ষর থাকবে। সেইসঙ্গে বর্তমান গভর্নর উর্জিত পটেলের স্বাক্ষর থাকবে। অন্যদিকে, নোটের উল্টোদিকে ছাপার সাল হিসেবে ২০১৭ উল্লেখ থাকবে। শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, নম্বর প্যানেলের সংখ্যাগুলির হরফ ছোট থেকে বড় হবে। যেমনটা হচ্ছে, অন্য নতুন নোটের ক্ষেত্রে। তবে, প্রথম তিন আলফা-নিউমারিক সংখ্যাগুলির আয়তন সমান থাকবে। আরবিআই আরও জানিয়েছে, নতুন নোট চালু হলেও, বর্তমানে চালু ১০ টাকার নোটের বৈধতাও বহাল থাকবে।
বাজারে আসছে নতুন ১০ টাকার নোট
Web Desk, ABP Ananda | 09 Mar 2017 02:14 PM (IST)