বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট, চালু থাকছে পুরানো নোটও
ABP Ananda, web desk | 06 Dec 2016 08:52 PM (IST)
নয়াদিল্লি: এবার খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন ১০০ টাকার নোট। তবে পুরানো ১০০ টাকার নোট অবশ্য যথারীতি চলবে। জানা গেছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) যে নতুন ১০০ টাকার নোট আনছে তার দুদিকেই কিছু পরিবর্তন করা হয়েছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ২০০৫-র মহাত্মা গাঁধী সিরিজের নতুন ১০০ টাকার নোট জারি করতে চলেছে আরবিআই। এই নোটে থাকবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের সই। নোটটির উভয় নাম্বারিং প্যানেলে কোনও ইনসেট অক্ষর থাকবে না। নোটটির পিছনে ছাপার বছর '২০১৬' ছাপা থাকবে। ২০০৫-র মহাত্মা গাঁধী সিরিজের ১০০ টাকার নোটের মতোই হবে নতুন নোট। থাকছে ব্লিড লাইন, অ্যাসেন্ডিং নম্বর প্যানেল এবং এনলার্জড আইডেন্টিফিকেশন মার্ক। বিবৃতিতে আরও বলা হয়েছে, আগে রিজার্ভ ব্যাঙ্ক নম্বরের অ্যাসেন্ডিং সাইজ, ব্লিজ লাইন এবং এনলার্জড আইডেন্টিফিকেশন মার্ক ছাড়া নোট আগে জারি করেছিল। সেই নোটগুলিও চালু থাকবে।