নয়াদিল্লি: এবার তফসিলি জাতি ও উপজাতি মহিলারা ধর্ষণ ও গণধর্ষনের ক্ষেত্রে আগের থেকে বেশি পরিমানে ক্ষতিপূরণ পাবেন। বাবা সাহেব অম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে নয়া এই নিয়ম চালু করা হয়েছে।
ক্ষতিপূরণের টাকা ৭৫,০০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৮৫,০০০ এবং ৭,৫০,০০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৮,২৫,০০০ টাকা। অপরাধের প্রকৃতির ওপর নির্ভর করে এই অর্থ দেওয়া হবে।
নয়া এই নিয়মে আরও বলা হয়েছে, এই ধরণের ঘটনায় তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের ওপর অত্যচার, ধর্ষণ, গণধর্ষণ, যৌনহেনস্থার ঘটনায় ৬০ দিনের মধ্য চার্জশিট গঠন করতে হবে। এর আগে চার্জশিট জমা দেওয়ার নির্দিষ্ট কোনও সময়সীমা ছিল না। কিন্তু ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করার নিয়মটি ছিল।
এই নিয়মে আরও বলা হয়েছে, ধর্ষণ, যৌন হেনস্থা প্রভৃতি ঘটনায় তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের শারীরিক পরীক্ষাও করা হবে না।
যৌন হেনস্থা, কটূক্তি, ধর্ষণ, গণধর্ষণের ঘটনায় যত দ্রুতসম্ভব মহিলাদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে বলে জানান এক আধিকারিক। তিনি বলেন, এরফলে ওই মহিলাদের সমাজের কাছে অবহেলিত হয়ে থাকতে হবে না। তাঁদের খাবার, পানীয়জল, জামাকাপড় এমনকী আশ্রয়ের ব্যবস্থা করা হবে বলে জানান জেলা ম্যাজিস্ট্রেট।
এবার গণধর্ষণে তফসিলি জাতি-উপজাতি মহিলাদের ক্ষতিপূরণ বাড়ছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2016 04:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -