লখনউ: উত্তরপ্রদেশ পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল (ডিজিপি) পদের ভার নিয়েই 'গুন্ডাগর্দি'র অবসানের হুঁশিয়ারি দিলেন সালখান সিংহ। জাভেদ আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। গতকাল রাতেই যোগী আদিত্যনাথ প্রশাসন পুলিস বাহিনীর মাথায় প্রথম বড় রদবদল ঘটিয়ে জাভেদকে কম গুরুত্বপূর্ণ ডিজি পিএসি পদে বসিয়েছে।
আজ দায়িত্ব নিয়ে সালখান বলেন, গুন্ডাগর্দি, অপরাধমূলক কাজকর্মে জড়িতদের ক্ষমা নয়। তারা পার পাবে না। অপরাধী ভিআইপি হলেও রেহাই পাবে না। ১৯৮০ -র ব্যাচের এই আইপিএস সাধারণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করায় কোনও আপস হবে না বলেও জানিয়েছেন।
রাজ্য়ের সিনিয়রমোস্ট আইপিএস অফিসার বলেন, অন্যায়, অপরাধ করলে কোনও বাছবিচার না করে সবার ক্ষেত্রেই একই ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী কে, কী তার রাজনৈতিক পরিচয়, যোগাযোগ, এসব কিছুই দেখা হবে না। সবচেয়ে বেশি এফআইআর দায়ের হবে, পুলিশকর্মীরাও নির্ভয়ে কাজ করবেন, কোনও চাপই আসবে না তাঁদের ওপর, জানিয়ে দেন সালখান।
তাঁর অগ্রাধিকার কী, জানতে চাওয়া হলে সালখান বলেন, পক্ষপাতহীন হয়ে পুলিশ কাজ করবে, পাশাপাশি তারা মেরুদন্ড সোজা রেখে চলবে, এটা সুনিশ্চিত করাই চেষ্টা থাকবে আমার।
এক প্রশ্নের জবাবে সালখান জানান, তিনি মিডিয়ার রিপোর্ট থেকেই জেনেছেন যে, রাজ্যে ইসলামিক স্টেটের প্রতি সহানুভূতিশীল লোকজন আছে, তিনি অগ্রাধিকারের ভিত্তিতেই এই চ্যালেঞ্জের মোকাবিলা করবেন।
'গুন্ডাগর্দি' খতম করব, ছাড় নয় ভিআইপি হলেও, হুঁশিয়ারি উত্তরপ্রদেশের নয়া ডিআইজি-র
Web Desk, ABP Ananda
Updated at:
22 Apr 2017 02:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -