এদিকে গতকালই ভারতীয় সেনা জওয়ানরা নৌশেরা সেক্টরে জোরাল আক্রমণের একটি ভিডিও প্রকাশ করে। গতকালের ভিডিওতে দেখা যায় এক ডজন গোলায় চুরমার হয়ে যাচ্ছে ৮-১০টি পাক সেনা বাঙ্কার। ভারতীয় সেনাবাহিনীর দাবি, এরকম আরও একাধিক হামলা গত দু’ সপ্তাহ ধরে হয়েছে। গতকালের ভিডিওটি শুধুমাত্র নমুনা হিসাবে প্রকাশ করা হয়েছে।
কৃষ্ণঘাঁটি সেক্টরে দুই জওয়ানের মুণ্ডচ্ছেদের বদলা নিতে গত ৯ থেকে ১০ মে এই হামলাটি হয় বলে দাবি করা হয় ভারতীয় জওয়ানদের তরফে।