মুম্বই: কথায় বলে, ’রাখে হরি মারে কে’। এক মহিলার তত্পরতায় রক্ষা পেল সদ্যোজাত শিশুকন্যার জীবন। গত ৯ জুন মুম্বইয়ের শহরতলি কাঞ্জুমার্গের একটি শৌচাগারে ঢুকে ওই মহিলা শুনতে পেলেন একটা শিশুর গোঙানির শব্দ।ভালো করে লক্ষ্য করতেই দেখলেন একটি তোয়ালের মধ্যে কিছু একটা যেন নড়াচড়া করছে। তোয়ালে সরিয়েই চমকে গেলেন ওই মহিলা। তোয়ালেতে ঢাকা ছিল একটা সদ্যোজাত। শৌচাগারের গর্তে ছিল তার মুখ। শিশুটিকে সেখান থেকে তুলে সঙ্গে সঙ্গে চিত্কার করে ওঠেন ওই মহিলা। ছুটে আসেন তাঁর পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় পুলিশে।  ওই শৌচাগার থেকে সদ্যোজাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্বাস্থ্যের উন্নতি হওয়ার পর শিশু সুরক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  সিনিয়র পুলিশ ইন্সপেক্টর অজিনাথ সাতপুতে জানিয়েছেন, হাসপাতালে স্বাস্থ্যের উন্নতি হওয়ার পর তাঁরা শিশুটিকে বত্স্যালয় ট্রাস্টের হাতে তুলে দিয়েছেন। শিশুটির ভবিষ্যত্ সম্পর্কে শিশু কল্যাণ কমিটি সিদ্ধান্ত নেবে।

পুলিশের অনুমান, শৌচাগারে সদ্যোজাতকে ফেলে গিয়েছিল তার জননীই। যদিও তার হদিশ পাওয়া যায়নি।এই ঘটনায় সদ্যোজাতর মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।