শ্রীনগর: তেহরিক ই হুরিয়তের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মহম্মদ আশরফ সেহরাইয়ের ছেলে জুনেদ যোগ দিয়েছেন জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে। আশরফ হুরিয়তের সদ্য প্রাক্তন প্রধান সৈয়দ আলি শাহ গিলানির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।


গতকাল এই খবর দিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। তার ২৪ ঘণ্টা আগে দায়ের হয় ২৬ বছরের জুনেইদের নামে নিখোঁজ ডায়রি।

গত সপ্তাহের শুরুতে আশরফ সেহরাই গিলানির জায়গায় হুরিয়তের চেয়ারম্যান হন। ১৫ বছর হুরিয়ত প্রধান থাকার পর পদত্যাগ করেন গিলানি। নব নির্বাচিত হুরিয়ত প্রধান তাঁর কট্টরপন্থী চিন্তাধারার জন্য পরিচিত। তবে চেয়ারম্যান হওয়ার পর প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামিক স্টেটের বিষাক্ত ধ্যানধারণার কাশ্মীরে কোনও ঠাঁই নেই, কাশ্মীরী যুবসমাজের কাছে আবেদন করেন, আইএস বা অন্য কোনও জঙ্গি সংগঠনের মতাদর্শে প্রভাবিত না হতে, পড়তে বলেন ইসলামীয় বইপত্র।

এই সাক্ষাৎকার প্রকাশের দিনকয়েকের মধ্যেই তাঁর ছেলে হিজবুলে যোগ দিলেন।

কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ জুনেদ শুক্রবারের নমাজে যোগ দেওয়ার পর আর বাড়ি ফেরেননি। তাঁর বাড়ির লোক পুলিশে নিখোঁজ ডায়রি করার কিছুক্ষণের মধ্যে এ কে ৪৭ হাতে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে যায়। ছবিতে ক্যাপশন, জুনেদের নতুন নাম হয়েছে অমার ভাই।

জানুয়ারি মাসে হিজবুলে যোগ দেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার মান্নান ওয়ানি, তিনি জুনেদের ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গিয়েছে।