কুড্ডালোর: দেখতে ভাল নয় বলে স্বামীকে মাথায় পেষণযন্ত্রের পাথর দিয়ে আঘাত করে মেরে ফেললেন মাত্র এক সপ্তাহ হল বিয়ে হওয়া স্ত্রী!
পুলিশ জানিয়েছে, বিয়ের পর থেকেই বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনরা বলতে থাকে, স্বামী নাকি তেমন হ্যান্ডসাম নন, তাঁর সঙ্গে মোটেই মানাচ্ছে না। এতেই মনটা অতৃপ্তিতে ভরে ওঠে ২২ বছর বয়সি ওই মহিলার। কাঠ খোদাই শিল্পী স্বামীরও বয়স কুড়ির কোঠায়। শুরু থেকেই তাঁকে দূর ছাই করতে থাকেন মহিলা।
গতকাল রাতে দুজনের ঝগড়ার মধ্যে স্বামীর মাথায় আঘাত করে হত্যা করেন তাঁকে। যদিও অপরাধ ঢাকতে চিত্কার করে দাবি করেন, অন্য কেউ স্বামীকে মেরেছে। তবে তদন্তে সত্যি বেরিয়ে পড়ে। খুনের অভিযোগে গ্রেফতার করা হয় মহিলাকে। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাতে নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত।
হ্যান্ডসাম নন, স্বামীকে পেষাই-পাথর দিয়ে মাথায় আঘাত করে খুন সদ্য বিবাহিতার!
Web Desk, ABP Ananda
Updated at:
11 Apr 2017 05:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -