গয়নাগাঁটি হাতিয়ে চম্পট নব বিবাহিতা মহিলার
ABP Ananda, web desk | 04 Jan 2017 10:14 AM (IST)
গ্রেটার নয়ডা: ঘটককে নগদ ১ লক্ষ টাকা দিয়ে কনে খুঁজে পেয়েছিলেন মনু। সপ্তাহ খানেক আগে ফিরোজাবাদের একটি মন্দিরে মনু বিয়ে করেছিলেন গীতাকে। গত রবিবার আত্মীয়রা এসে গীতাকে তাঁদের বাড়িতে নিয়ে যান। কিন্তু গত সোমবার স্ত্রীকে আনতে গাজিয়াবাদ যান মনু। এরপর যা ঘটল, তাতে মাথায় হাত পড়ল তাঁর। বাড়িতে কেউই নেই। এমনকি গীতার পরিবারের সদস্যদের সবার মোবাইল নম্বরও ছিল সুইচড অফ। মনু বুঝতে পারলেন তিনি প্রতারিত হয়েছেন। নববধু গয়নাগাঁটি নিয়ে চম্পট দিয়েছে। এরপর মনুর পরিবার ডানকুয়ার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, মহিলা প্রতারক ও তার শাগরেদদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।