লখনউ: বিয়েতে নবদম্পতিকে আশীর্বাদ স্বরূপ কিছু উপহার। হিন্দিতে যাকে বলে শগুন। সেই শগুন হিসেবে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার এবার কন্ডোম দেবে নবদম্পতিকে। এর মাধ্যমে পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করছে তারা।
এই শগুন বিলি করবেন আশপাশের আশা কর্মীরা। শগুন হল আসলে একটি কিট যার মধ্যে কন্ডোম, গর্ভ নিরোধক বড়ি ইত্যাদি থাকবে। থাকবে রাজ্য স্বাস্থ্য দফতরের একটি চিঠিও যাতে লেখা যাকবে পরিবার পরিকল্পনার উপযোগিতা, ২ সন্তানের মধ্যে ন্যূনতম কত বছরের ব্যবধান থাকা উচিত ও জন্মনিয়ন্ত্রণের স্বপক্ষে যুক্তি। ১১ তারিখ, বিশ্ব জনসংখ্যা দিবসে চালু হবে এই প্রকল্প।
সরকারি আধিকারিকদের ধারণা, এর ফলে নবদম্পতিরা বিবাহিত জীবনের দায়দায়িত্ব সম্পর্কে জানতে পারবেন।
কন্ডোম, গর্ভ নিরোধক বড়ি ছাড়াও ওই কিটে থাকবে একজোড়া তোয়ালে, রুমাল, নেল কাটার, চিরুণি ও আয়না, যাতে স্বামী স্ত্রী দুজনেই উপকৃত হন। আর স্বাস্থ্য দফতরের গর্ভ নিয়ন্ত্রণ সম্পর্কিত চিঠি তো থাকবেই।
কিন্তু তাঁদের কী হবে, যাঁরা পড়তে পারেন না? তারও জবাব রয়েছে স্বাস্থ্য বিভাগের কর্তাদের কাছে। যে আশা কর্মীরা ওই কিট উপহার দেবেন, তাঁরাই সব কিছু বুঝিয়ে বলবেন দম্পতিদের।
দম্পতিদের সঙ্গে কথাবার্তার ব্যাপারে আশা কর্মীদের রেকর্ড রাখতে হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সদ্য বিবাহিতদের উত্তরপ্রদেশ সরকারের উপহার কী জানেন? কন্ডোম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2017 11:42 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -