হায়দরাবাদ: হায়দরাবাদের এক জনপ্রিয় সংবাদ পাঠিকা আত্মহত্যা করেছেন বলে খবর। মৃতের নাম রাধিকা রেড্ডি, স্থানীয় এক সংবাদ চ্যানেলে কাজ করতেন তিনি। গতকাল রাত এগারোটা নাগাদ মুসাপেট এলাকায় একটি বহুতলের ৬ তলার ছাদ থেকে নীচে লাফ দেন তিনি। ওই বহুতলে মা বাবার ফ্ল্যাটে তাঁদের সঙ্গেই তিনি থাকতেন।

৩৬ বছরের রাধিকা রেখে গিয়েছেন একটি সুইসাইড নোট। তাতে লেখা, ‘আমার মগজই আমার শত্রু’। মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তিনি।

পুলিশ জানিয়েছে, অফিস থেকে ফেরার পর সোজা ছাদে উঠে যান রাধিকা, নীচে লাফিয়ে পড়েন। মাথা ও পায়ে প্রচণ্ড চোট পাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ৬ মাস আগে ডিভোর্স হয়ে যায় এই সংবাদ পাঠিকার, থাকতেন বাবা মা ও ১৪ বছরের ছেলের সঙ্গে। তাঁর ছেলে শারীরিক প্রতিবন্ধী। কেন রাধিকা এমন পদক্ষেপ নিলেন জানতে তদন্ত শুরু হয়েছে।

ডিসেম্বরে মুম্বইয়ের আর এক সংবাদ পাঠিকা অর্পিতা তেওয়ারি এভাবেই আত্মহত্যা করেন বলে খবর এসেছিল। বলা হয়েছিল, অর্পিতা প্রেমিকের সঙ্গে মালওয়ানি এলাকার একটি বহুতলে যান, তারপর ঝাঁপিয়ে পড়েন ১৬ তলা থেকে। কিন্তু জানুয়ারি মাসে তাঁকে খুনের অভিযোগে অমিত হাজরা নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।