যোধপুর:উত্তরপ্রদেশের কৈরানা ছেড়ে হিন্দুদের অন্যত্র দলে দলে চলে যাওয়ার খবরের মধ্যেই দুঃখ প্রকাশ করলেন মোহন ভাগবত। আজকের দিনে ভিটেছাড়া হওয়া ‘যন্ত্রনাদায়ক, উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন তিনি। সরাসরি অবশ্য তিনি কৈরানার ঘটনার উল্লেখ করেননি।

কৈরানার হিন্দুদের ভিটেমাটি ছাড়ার পিছনের কারণটি কি আর্থ-সামাজিক না ধর্মীয়, তা নিয়ে চাপানউতোরের মধ্যেই আরএসএস প্রধান বলেছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজনের এলাকাছাড়া হওয়ার খবর বেদনা দেয়। তা উদ্বেগেরও। ওদের মন থেকে হতাশা, ভয় দূর করে এই দেশ, তার মাটি আমাদেরও---এই বিশ্বাস চারিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। উত্তরপ্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টি সরকারের উদ্দেশ্যেই তাঁর এই মন্তব্য, এমনটাই মনে করা হচ্ছে।

মারাঠা বীর ছত্রপতি শিবাজীর সিংহাসনে আরোহনের দিনটিকে হিন্দু সাম্রাজ্য দিবস হিসাবে পালনের জন্য গতকাল যোধপুরের লাল সাগরে আরএসএস কর্মীদের এক জমায়েতে এই অভিমত জানান তিনি।
বলেন, শিবাজী ক্ষমতায় থাকতে বারংবার বিদেশিদের আগ্রাসনের হিন্দুদের মনে ভীতি, আতঙ্ক, নিরাশা বোধ তৈরি হয়েছিল। যদিও শিবাজী হিন্দুদের একজোট করে তাঁদের মনে জাতীয়তাবাদ, আত্মত্যাগের অনুভব ছড়িয়ে দিয়েছিলেন। মারাঠা অধিপতিকে দৃষ্টান্ত হিসাবে অনুসরণের ডাক দেন ভাগবত। আরএসএস শিবাজীর মতোই হিন্দুদের শক্তিশালী, একজোট করার প্রয়াস চালাচ্ছে বলেও জানান।
ভাগবতের মতে, বিশ্বে বৈচিত্র্য থাকবেই, তা অনিবার্য বলে মেনে নিতে হবে। তবে গোটা ব্যবস্থার উদ্দেশ্য হল, কোনও ভেদাভেদ না করে সমাজের সব অংশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নিরলস চেষ্টা করে যাওয়া।