আমদাবাদ: টানটান রাজনৈতিক লড়াইয়ের পর গুজরাতের রাজ্যসভা আসনটি জিতে নিয়ে উজ্জীবিত আহমেদ পটেল জানালেন, তাঁর জয়ে রাজ্যের কংগ্রেস কর্মীরা দারুণ উজ্জীবিত। চলতি বছরেই রাজ্যে বিধানসভা দখলের যুদ্ধে তাঁরা ১২৫টির বেশি আসন ঝুলিতে পোরার টার্গেট নিয়েছেন।


২ দশকের বেশি কংগ্রেস রাজ্যে ক্ষমতার বাইরে রয়েছে।

সনিয়া গাঁধীর দীর্ঘদিনের রাজনৈতিক সচিবের সাফল্যে তাঁর নিজের তো বটেই, কংগ্রেস সভানেত্রীর সম্মানও বেঁচেছে।

গতকাল পটেল দিনভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারিয়ে দেন বিজেপি প্রার্থী তথা দলছুট কংগ্রেসি বলবন্তসিন রাজপুতকে। যে দুই দলীয় বিধায়ক ভোট দিয়ে ভোটকেন্দ্রে হাজির বিজেপি সভাপতি অমিত শাহকে দেখানোয় প্রচলিত বিধি মেনে তাঁদের ভোটদুটি বাতিলের দাবিতে অনড় থাকে কংগ্রেস। বিজেপি প্রবল বাধা দিলেও শেষ পর্যন্ত কংগ্রেসের দাবি মেনে নেয় নির্বাচন কমিশন।

গননায় দেখা যায়, জয়ের জন্য প্রয়োজনীয় ৪৪টি ভোটই পেয়েছেন পটেল।

আজ দলীয় কর্মীরা বিজয়োত্সব পালন করেন। সেখানে মিষ্টি বিলি, আলোর রোশনাইয়ের মধ্যেই পটেল বলেন, জীবনের সবচেয়ে কঠিন নির্বাচনটা জিতলাম। দলের নেতা, বিধায়কদের ধন্যবাদ।
দলের নেতারা জানান, বিজেপির তরফে সব ধরনের প্রলোভন দেখানো হলেও দলীয় বিধায়করা তা উপেক্ষা করে তাঁর পাশে শেষ পর্যন্ত থাকায় তাঁদের ধন্যবাদ জানাতেই পটেল বৈঠক ডেকেছিলেন গাঁধীনগরে।