নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত রেডিও অনুষ্ঠান এ মাসে হবে ২৯ তারিখে। এবার প্রধানমন্ত্রী আলোচনা করবেন বিভিন্ন বোর্ডের পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে। এ ব্যাপারে বক্তব্য ও অভিজ্ঞতা জানানোর জন্য ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন,







মন কি বাতের জন্য যে অ্যাপ রয়েছে, তাতেও জানানো যেতে পারে নিজের বক্তব্য বা অভিজ্ঞতা।

প্রধানমন্ত্রীর অফিসও বিবৃতি দিয়েছে এ ব্যাপারে।

পরীক্ষা নিয়ে মনে রাখার মত কোনও স্মৃতি থাকলে তাও জানানোর অনুরোধ করা হয়েছে।

হিন্দি বা ইংরেজিতে রেকর্ড করা যেতে পারে নিজের বক্তব্য। ভাগ্য ভাল থাকলে তা মন কি বাতে সম্প্রচার করা হবে।