গঙ্গার তীরবর্তী শহরগুলিতে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করল গ্রিন ট্রাইব্যুনাল
Web Desk, ABP Ananda | 15 Dec 2017 10:57 PM (IST)
নয়াদিল্লি: হরিদ্বার, ঋষিকেশের মতো গঙ্গার তীরবর্তী শহরগুলিতে প্লাস্টিকজাত পণ্যগুলির ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। এই নির্দেশ অমান্য করলে ৫,০০০ টাকা জরিমানা হবে। এক্ষেত্রে যদি কোনও আধিকারিকের গাফিলতি প্রমাণিত হয়, তাহলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশবিদ এম সি মেহতার আবেদনের শুনানি চলাকালীন শুক্রবার এনজিটি চেয়ারপার্সন স্বতন্ত্র কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, উত্তরকাশী পর্যন্ত গঙ্গার তীরবর্তী শহরগুলিতে প্লাস্টিকজাত পণ্য বিক্রি, মজুত ও তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এনজিটি মেনে নিয়েছে, এর আগে নির্দেশ দেওয়া সত্ত্বেও গঙ্গার তীরবর্তী শহরগুলিতে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে। এর ফলে গঙ্গা দূষিত হচ্ছে। সেই কারণেই এদিন নয়া নির্দেশ দেওয়া হল।