নয়াদিল্লি: ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের ‘বদলা’। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)-র ওয়েবসাইট হ্যাক করা হল। সন্দেহে পাকিস্তানি হ্যাকাররা।  ওয়েবসাইট হ্যাক করে অশ্রাব্য গালিগালাজও পোস্ট করা হয়েছে। একইসঙ্গে দেওয়া হয়েছে হুমকিও।

নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি সরকারিভাবে মানতে চায়নি পাকিস্তান। যদিও ভারতীয় সেনার এই অভিযান পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এবার ইন্টারনেট দুনিয়ার এভাবে গায়ের ঝাল মেটানোর চেষ্টা পাক হ্যাকাররা করল বলে মনে করা হচ্ছে।

এনজিটি-র ওয়েবসাইট হ্যাক করে পোস্ট করা মেসেজে বলা হয়েছে, ‘আমরা অপরাজেয়।...... যুদ্ধবিরতি ভাঙাকে সার্জিক্যাল স্ট্রাইক বলছ’।

আজ সন্ধে সওয়া সাতটা নাগাদ এনজিটি-র ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি নজরে আসে।

এ বিষয়ে অবশ্য এনজিটি চেয়ারপার্সন বিচারপতি স্বতন্তর কুমারের প্রতিক্রিয়া জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৩ তেও এনজিটি-র ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। ২০১২-র এপ্রিলে দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে হানা দিয়ে বিকৃতি ঘটিয়েছিল পাক হ্যাকাররা।