নয়াদিল্লি: জামশেদপুরের হাসপাতালে গত ৩০ দিনে ৫২ শিশুমৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসল জাতীয় মানবাধিকার কমিশন।
এই ইস্যুতে উত্তর চেয়ে ঝাড়খণ্ড সরকারকে নোটিস পাঠিয়েছে এনএইচআরসি। বলা হয়েছে আগামী ৬ সপ্তাহের মধ্যে জবাব দিতে। একইসঙ্গে, কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, সকল রাজ্য ও কেন্দ্র-শাসিত অঞ্চলের উদ্দেশ্যে ‘যথাযথ নির্দেশিকা’ জারি করে ‘দ্রুত পদক্ষেপ’ নিতে।
এদিন কমিশনের তরফে জানানো হয়, ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ও ছত্তিশগড় সরকারের কাছে একই ঘটনায় নোটিস পাঠানো হয়েছে। উভয় রাজ্য থেকে এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি বলেও দাবি করেছে কমিশন।
এদিন কমিশনের তরফে পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, একটি গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে ঘটেছে। সেখানে ৬০-এর বেশি শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। অন্যদিকে, ছত্তিশগড়ের অম্বেডকর হাসপাতালেও অক্সিজেন প্লান্ট অপারেটরের গাফিলতিতে চার শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক রিপোর্ট বলছে, জামশেদপুরের মহাত্মা গাঁধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ৩০ দিনে ৫০-এর ওপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। হাসপাতাল সুপার এর জন্য অপুষ্টিকে দায়ী করেছেন।
একের পর এক হাসপাতালে যে হারে শিশুমৃত্যুর ঘটনা ঘটে চলেছে, তাতে উদ্বিগ্ন জাতীয় মানবাধিকার কমিশন।