নয়াদিল্লি: দুবাই থেকে বের করে দেওয়া ইন্ডিয়ান মুজাহিদিনের সামনের সারির সদস্য আবদুল ওয়াহিদ সিদ্দিবাপা নয়াদিল্লিতে বিমান থেকে নামতেই গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। দিল্লির এক আদালতের নির্দেশে তাকে সাতদিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে তদন্ত সংস্থাটি।

কর্নাটকের ভাটকলের মাকদুম কলোনির বাসিন্দা সিদ্দিবাপাকে ভারতের নানা জায়গায় সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রের অভিযোগে খুঁজছিল। দুবাইয়ে নিজের ঘাঁটি থেকে ইন্ডিয়ান মুজাহিদিনের জন্য ভারতীয়দের নিয়োগ করত, তাদের কাজকর্মের পিছনে অর্থ ঢালত বলে জানিয়েছে এনআইএ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রেড কর্নার নোটিস বেরয়, যার জেরে তাকে দুবাই থেকে বহিষ্কার করা হয়।