মাদুরাই: তিন সন্দেহভাজন আল কায়েদা সদস্য ধরা পড়ল এনআইএ-র জালে। মাদুরাই শহরের নানা জায়গায় অভিযান চালিয়ে আটক করা এই তিনজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের প্রথম সারির ২২ জন রাজনৈতিক নেতাকে হত্যার চক্রান্ত করেছিল বলে দাবি জাতীয় তদন্তকারী সংস্থার অফিসারদের। পুলিশ জানিয়েছে, এম খারিম, আসিফ সুলতান মহম্মদ ও আব্বাস আলি নামে ওই তিনজন ভারতের নানা প্রান্তে বিভিন্ন দেশের দূতাবাসের হুমকি দেওয়ার পিছনেও জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গিয়েছে।


খারিমকে গ্রেফতার করা হয়েছে উসমাননগর থেকে, জি আর নগর থেকে ধরা পড়েছে আসিফ সুলতান মহম্মদ। আব্বাস আলিকে ইসমাইলপুরম থেকে জালে তুলেছেন এনআইএ গোয়েন্দারা। তিনজনের কাছ থেকে মিলেছে বিস্ফোরকও, জানিয়েছে পুলিশ।

এনআইএ-র কাছে সুনির্দিষ্ট খবর ছিল, মাদুরাইয়ের আশপাশে দক্ষিণ তামিলনাড়ুতে  সন্দেহভাজন আল কায়েদার লোকজন সক্রিয় রয়েছে। পুলিশ জানিয়েছে, ওদের হেফাজত থেকে বিস্ফোরক পদার্থ, অস্ত্র উদ্ধার হয়েছে।

ধৃত তিনজন দক্ষিণ তামিলনাড়ুতে আল কায়েদার শাখা চালাচ্ছিল। দেশের বিভিন্ন আদালতে এর আগে ঘটে যাওয়া বেশ কয়েকটি বিস্ফোরণেও ওদের হাত থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। হাকিম, দাউদ সুলেইমান নামে দুজন সন্দেহভাজন আল কায়েদা সদস্যকেও এনআইএ খুঁজছে বলে জানিয়েছে পুলিশ।