নয়াদিল্লি: ৮ সন্দেহভাজন আইএস জঙ্গিকে চার্জশিট দিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধ-ঘোষণা এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আগত বিদেশিদের ওপর হামলার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।


তদন্তকারী সংস্থার এক মুখপাত্র জানান, এদিন কোচির বিশেষ এনআইএ আদালতে দুটি পৃথক চার্জশিট দাখিল করা হয়। প্রথম চার্জশিটে সাতজনের নাম রয়েছে। তারা হল—মনসীদ মেহমুদ, সোয়ালিহ মহম্মদ, রশিদ আলি, রামশাদ এন কে, সাফভান পি, জাসিম এন কে এবং শাহজির মঙ্গলসেরি।


এদের সকলের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যুদ্ধ-ঘোষণা সহ ভারতীয় দণ্ডবিধি ও বেআইনি কার্যকলাপ রোধ আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, এই সাতজনই কেরল ও তামিলনাড়ুর বাসিন্দা। অভিযোগ, এরা সকলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থানকে টার্গেট করতে প্রচুর পরিমাণ বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী মজুত করেছিল।


কেরলের কান্নুর জেলা থেকে এদের গ্রেফতার করে এনআইএ। তদন্তকারী সংস্থার মতে, সেই সময় তারা ‘আনসারুল খলিফা কেরল’ নামে ইসলামিক স্টেট-এর একটি গোপন মডিউলের বৈঠক করছিল। প্রসঙ্গত, গত বছর অগস্ট মাসে এই মডিউল গঠন করা হয়েছিল। এর নেতা হল শাহজির মঙ্গলসেরি— আইসিস-এ যোগ দেওয়ার জন্য যে ২০১৬ সালে আফগানিস্তানে পালিয়ে গিয়েছিল বলে জানান গোয়েন্দারা।


অপর চার্জশিটে সুবাহানি রাজা নামে আরেক সন্দেহভাজন আইএস জঙ্গির নাম রাখা হয়েছে। গোয়েন্দাদের মতে, ২০১৫ সালের এপ্রিল ও সেপ্টেম্বরের মাঝে সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে সে লড়াই করেছে। সেখানেই প্রশিক্ষণ নিয়ে আসে। গত বছরের অক্টোবর মাসে তাকে গ্রেফতার করে এনআইএ।