নয়াদিল্লিঃ শনিবার গভীর রাতে এক আত্মীয়ের বিয়ে থেকে ফেরার সময় উত্তরপ্রদেশের বিজনৌরে খুব কাছ থেকে অজ্ঞাতপরিচয়ের দুই বাইকআরোহী গুলি করে খুন করেন এনআইএ-র ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ বা ডিএসপি তনজিল আহমেদকে। এরপরই এক বিবৃতি দিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আইজি সঞ্জীব কুমার সিংহ জানান, তনজিলকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে।
সংবাদমাধ্যমকে এক বিবৃতি দেওয়ার সময় তিনি জানান, তনজিল একজন অত্যন্ত সত্ ও দক্ষ অফিসার ছিলেন। গতকাল রাতে তিনি যখন তাঁর ভাগ্নির বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন, তখনই এই ঘটনাটি ঘটে। এই হামলায় তাঁর স্ত্রীও আক্রান্ত হয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
আইজি সঞ্জীব কুমার সিংহ জানিয়েছেন, তনজিল বিএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কম্যানড্যান্ট ছিলেন। ডেপুটেশন-এ এনআইএ-র সঙ্গে কাজ করছিলেন। গত ছ বছর ধরে তিনি এনআইএ-র সঙ্গে যুক্ত, জানিয়েছেন আইজি। এই হত্যার ঘটনার তদন্ত চলছে। তদন্তে যুক্ত রয়েছেন উত্তরপ্রদেশ পুলিশ, উত্তরপ্রদেশের এসটিএফ, এটিএস, এনআইএ, এনআইএ-র লখনউয়ের ডিজি এবং দিল্লি শাখার আরও একটি দল।
গতকাল রাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তনজিলের। স্ত্রী ফরজানার এইমুহূর্তে নয়ডার ফোর্টিস হাসপাতালে চিকিত্সা চলছে। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। তাঁকে সুস্থ করে তোলার সবরকমে চেষ্টা চালানো হচ্ছে। তনজিলের দুটি সন্তানও রয়েছে।
তনজিল আহমেদকে পরিকল্পনা করে খুন, দাবি এনআইএ-র আইজি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Apr 2016 09:37 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -