মুম্বই: মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরের জামিনের আবেদনের বিরোধিতা করবে না এনআইএ। ফলে প্রায় ৮ বছর পর অবশেষে এবার মুক্তি পেতে পারেন তিনি। বিশেষ আদালতে আজই তাঁর জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা।
গুরুতর অসুস্থ এই সাধ্বীকে মালেগাঁও মামলায় এনআইএ ইতিমধ্যেই ক্লিনচিট দিয়েছে। এর আগে এই মামলায় ৯ অভিযুক্তকে মহারাষ্ট্র জঙ্গিদমন শাখা ও সিবিআই অপরাধী সাব্যস্ত করলেও এনআইএ তাদের ক্লিনচিট দেয়। প্রজ্ঞার ক্ষেত্রেও সেই একই পথে হাঁটা হবে বলে তারা জানিয়েছে।
২০০৮-এর মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত হিসেবে সাধ্বী প্রজ্ঞাকে সে বছর অক্টোবর মাসে গ্রেফতার করে পুলিশ। তাঁকে তুলে ধরা হয় তথাকথিত ‘হিন্দু সন্ত্রাসবাদে’র মুখ হিসেবে। কোনও চার্জশিট ছাড়াই তখন থেকে জেলবন্দি ছিলেন তিনি।