বিজনৌর: ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ বা ডিএসপি তনজিল আহমেদকে গুলি করে খুন। শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বিজনৌর জেলায় খুব কাছে থেকে এনআইএ অফিসার ও তাঁর স্ত্রীকে গুলি করে পালিয়ে যায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

পাঠানকোটকাণ্ডের তদন্তে এনআইএ-র কোর টিমের সদস্য ছিলেন তনজিল আহমেদ। শরীর থেকে বের করা হয়েছে ২১টি বুলেট। সূত্রের খবর, পাঠানকোটের পাশাপাশি, দেশে আইএস মডিউল এবং খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের তদন্তের সঙ্গেও যুক্ত ছিলেন এই এনআইএ অফিসার। দুদিনের ছুটি নিয়ে ভাগ্নির বিয়েতে গিয়েছিলেন এনআইএ অফিসার তনজিল আহমেদ, তাঁর স্ত্রী ও দুই সন্তান। পরিবারের দাবি, খুনের নেপথ্যে জঙ্গি-যোগ থাকতে পারে।

শনিবার রাতে ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন এনআইএ অফিসার ও তাঁর পরিবার। আচমকাই দুই বাইকআরোহী ঘটনাস্থলে এসে ডিএসপি-র বুকে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তনজিল আহমেদ। আহমেদের আহত স্ত্রীকে নিকটবর্তী কসমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিত্সার জন্যে। ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্টও তলব করা হয়েছে।