মুম্বই: বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েককে আগামী ১৪ তারিখ সমন করল এনআইএ। সন্ত্রাসবিরোধী আইনে জাকিরের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে, সেই প্রেক্ষিতেই এই হাজিরার নির্দেশ বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


এনআইএ-র তরফে জানানো হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে ৫১ বছর বয়সী জাকিরের মুম্বইয়ের ঠিকানায়। যদিও, অভিযুক্ত সেখানে থাকে না। গ্রেফতারি এড়াতে বর্তমানে জাকির সৌদিতে থাকে বলে জানা গিয়েছে।


প্রসঙ্গত গত বছর বাংলাদেশের রাজধানী ঢাকায় জঙ্গি-বিস্ফোরণে জড়িয়ে পড়ে জাকিরের নাম। তারপর থেকেই সে ভারত ছেড়ে পালায়। জাকিরের প্রতিষ্ঠিত সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-এর কর্তাদেরও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।


গত বছর নভেম্বরে জাকির ও তার সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করে এনআইএ। সেখানে জাকিরের বিরুদ্ধে মুসলিম যুবসম্প্রদায়কে বেআইনি ও নাশকতামূলক কার্যকলাপে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই জাকিরের সংস্থাকে বেআইনি ঘোষণা করেছে কেন্দ্র।