নাইজেরিয়ান যুবককে খুন, গ্রেফতার স্বদেশীয় বান্ধবী
Web Desk, ABP Ananda | 21 Aug 2017 12:56 PM (IST)
নয়াদিল্লি: বচসার জেরে এক নাইজেরিয়ান যুবককে ছুরি মেরে খুন করলেন স্বদেশীয় বান্ধবী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির উত্তম নগর অঞ্চলে। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম ইজ্জু (৩০)। তিনি জামা-কাপড়ের ব্যবসা করতেন। একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। তাঁর বান্ধবী একটি রেস্তোরাঁ চালান। শনিবার রাতে বান্ধবীর সঙ্গে বচসা হয়। এরপরেই ইজ্জুকে ছুরি দিয়ে আঘাত করেন ওই যুবতী। পরে তিনিই ইজ্জুকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ইজ্জুকে মৃত ঘোষণা করেন। তাঁর বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে।