ভিডিও: দিল্লিতে নাইজেরিয়কে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর
ABP Ananda, web desk | 09 Oct 2017 04:53 PM (IST)
নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে ফের অমানবিক ঘটনা। এক নাইজেরিয়কে ল্যাম্প পোস্টে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করল একদল জনতা। তাদের দাবি, ওই ব্যক্তি মাদকাসক্ত ও চোর। দক্ষিণ দিল্লির মালবীয় নগরে গত ২৪ সেপ্টেম্বরের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ঘটনার পর একটি মামলা রুজু হয়েছে। স্থানীয় এক ব্যক্তির অভিযোগ, ওই নাইজেরিয় চুরি করতে এসেছিলেন। সিঁড়ি থেকে পড়ে জখম হয়েছেন। যদিও ভিডিওতে দেখা গিয়েছে, একদল লোক ওই নাইজেরিয়কে বেদম মারছে এবং তিনি বারবার তাঁকে ছেড়ে দেওয়ার আর্জি জানাচ্ছেন। জানা গেছে, ওই দিনই ওই নাইজেরিয়কে গ্রেফতার করা হয় এবং সেদিন থেকে তিনি জেলেই রয়েছেন।