দিল্লিতে বিমানবন্দরে নাইজেরিয়র কাছে মিলল নতুন নোটে ৫৪ লক্ষ টাকা
ABP Ananda, web desk | 23 Dec 2016 10:40 AM (IST)
নয়াদিল্লি: ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন নোটে ৫৪ লক্ষ টাকা সহ পাকড়াও করা হল এই নাইজেরিয়কে। আধিকারিকরা জানিয়েছেন, দিল্লি থেকে কোয়েম্বাত্তুর যাওয়ার কথা ছিল ধৃতের। তার আগে ভোররাত আড়াইটে নাগাদ তাঁকে ধরে ফেলেন সিআইএসএফ কর্মীরা।তবে আয়কর ও শুল্ক বিভাগদের আধিকারিকদের এ সংক্রান্ত তথ্য জানানোর পর তাঁকে তাঁ গন্তব্যে যেতে দেওয়া হয়েছে। তাঁর কাছে মোট ৫৮ লক্ষ টাকা নগদ ছিল। এরমধ্যে ৫৩.৭৮ লক্ষ টাকা নতুন নোটে।