গ্রেটার নয়ডা: অতিরিক্ত নিষিদ্ধ মাদক সেবনের ফলে এক কিশোরের মৃত্যুর জেরে উত্তপ্ত গ্রেটার নয়ডা। স্থানীয় মানুষ অভিযোগ করেছেন, এলাকায় বসবাস করা নাইজিরীয়রা এই মৃ্ত্যুর জন্য দায়ী, তাঁদের গ্রেফতার করতে হবে। নাইজিরীয়দের ওপর হামলাও চলেছে।

৩দিন আগে স্থানীয় এনএসজি সোসাইটির বাসিন্দা দশম শ্রেণির ছাত্র মনীশ খারীকে বেহুঁশ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে ভর্তি করার ঘণ্টাকয়েকের মধ্যে মৃত্যু হয় তার। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ওই সোসাইটিতেই থাকা কয়েকজন নাইজিরীয় মণীশকে গতুলে নিয়ে গিয়ে জোর করে মাদক সেবন করায়। তার ফলে মারা যায় সে। কিন্তু পুলিশ ৫জন নাইজিরীয়কে গ্রেফতারের পরেও ছেড়ে দেয়।

এই নিয়ে গতকাল থেকে উত্তপ্ত গ্রেটার নয়ডা। দিল্লি থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত গতকাল গোটা দিন অশান্তি চলেছে। প্রথমে মৃতের পরিবারবর্গ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশকে ঘেরাও করেন। সন্ধের পর বিচারের দাবিতে বার হয় মোমবাতি মিছিল।



ভিড়ের থেকে কয়েকজন বেরিয়ে গাড়ি ভাঙচুর শুরু করেন, মারধর করা হয় এক নাইজিরীয় যুবকের ওপর। কোনওমতে তাঁকে উদ্ধার করা গেলেও পরে মার খান আরও দুই নাইজিরীয় ছাত্র। এরপর পুলিশ নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

এক নাইজিরীয়র টুইটের জবাবে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এ ব্যাপারে উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন। কথা বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে। মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন, এ ব্যাপারে স্বচ্ছ ও পক্ষপাতিত্বহীন তদন্ত হবে।