বেতন নিচ্ছেন না নিলেকানি, জানাল ইনফোসিস
Web Desk, ABP Ananda | 02 Sep 2017 06:20 PM (IST)
বেঙ্গালুরু: ইনফোসিসের নন-এগজিকিউটিভ ও নন-ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান হিসেবে কাজ করলেও, বেতন নেবেন না নন্দন নিলেকানি। এমনই জানানো হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম তথ্য-প্রযুক্তি সংস্থার পক্ষ থেকে। নিলেকানি প্রথমবার ইনফোসিসের ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য হন ১৯৮১ সালে। ২০০৯ সালের ৯ জুলাই পর্যন্ত তিনি বোর্ডের সদস্য ছিলেন। ২০১০ অর্থবর্ষে ইনফোসিসের ডিরেক্টর হিসেবে শেষবার ৩৪ লক্ষ টাকা বেতন নেন নিলেকানি। এই সংস্থায় তাঁর ২,১৩,৮৩,৪৮০ ইক্যুইটি শেয়ার আছে। ইনফোসিসের পক্ষ থেকে শেয়ারহোল্ডারদের পোস্টাল ব্যালট দিয়ে নন-এগজিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিলেকানির নিয়োগের অনুমোদন চাওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অন্তর্বর্তী সিইও ইউ বি প্রবীণ রাও চিফ অপারেটিং অফিসার হিসেবে যে বেতন পেতেন, এখনও সেই বেতনই পাবেন।