নয়াদিল্লি: নোট বাতিলের পর যে ১৮ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নজর রেখেছিল আয়কর বিভাগ, তার মধ্যে অর্ধেক অ্যাকাউন্টকেই সন্দেহজনক তালিকায় রাখা হয়েছে। তবে এখনই এই অ্যাকাউন্টগুলির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ৩১ মার্চ নয়া আয়কর ছাড়ের প্রকল্প প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সময়সীমা শেষ হওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হবে।
গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর ৫০ দিনের মধ্যে ১৮ লক্ষ ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন করেন। তাঁরা প্রত্যেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ লক্ষের বেশি টাকা জমা দেন। এসএমএস ও ই-মেলের মাধ্যমে তাঁদের এই লেনদেনের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিল আয়কর বিভাগ। কিন্তু অনেকেই জবাব দেননি। তাঁদের লেনদেন সন্দেহজনক বলেই জানা গিয়েছে। সেই কারণেই ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে।
আয়কর বিভাগের এক আধিকারিক বলেছেন, এসএমএস ও ই-মেলের কোনও আইনি ভিত্তি নেই। সেই কারণে সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকদের আইনি নোটিস পাঠাতে হবে। ৩১ মার্চের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আয়কর বিভাগের নজরে ৯ লক্ষ সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Web Desk, ABP Ananda
Updated at:
16 Feb 2017 09:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -