মুম্বই: উহান থেকে ফিরেই জ্বর, সর্দিতে আক্রান্ত। চিন ফেরত ৪৯ বছরের মুম্বই নিবাসীর চিকিৎসা চালাচ্ছে মহারাষ্ট্র সরকার। গত ২১ জানুয়ারি করোনাভাইরাসের কেন্দ্রস্থল উহান থেকে ফিরেছেন মুম্বইয়ের ওই বাসিন্দা। এরপর দিন তিনেক পর সর্দি ও জ্বর হয় তাঁর। মহারাষ্ট্রের স্বাস্থ্য আধিকারিক ডঃ প্রদীপ আওতে সংবাদসংস্থাকে জানিয়েছেন, “জ্বর ও সর্দিতে আক্রান্ত ওই রোগীকে মঙ্গলবার কস্তুরবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মুম্বইতে ফেরার সময় তাঁর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনও লক্ষ্মণ ছিল না'।



তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জনই মুম্বইয়ের বাসিন্দা।





৯ জন রোগীর মধ্যে ২ জন ভর্তি পুনেতে। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন নানদেড়ে। ডঃ প্রদীপ আওতে আরও জানান, এখনও পর্যন্ত ৩ হাজার ৯৯৭ জনকে বিমানযাত্রীকে পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। তবে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারি বিমানযাত্রীদের মধ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাস পাওয়া যায়নি।


মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন, ১ জানুয়ারির পর চিন থেকে দেশে ফিরেছেন এমন কেউ থেকে থাকলে তিনি যেন অবশ্যই সরকারি হাসপাতালে যোগাযোগ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকায় জানানো হয়েছে, করোনাভাইরাস চিহ্নিত করতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের মতো উপসর্গকে চিহ্নিত করতে হবে। সেই মতো ভারত সহ বিশ্বের একাধিক দেশে চিন ফেরত নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।


উল্লেখ্য, করোনাভাইরাস আতঙ্কে আপতত চিনগামী সমস্ত বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া। আগামী ৩১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি-সাংহাইয়ের সমস্ত বিমান বাতিল করা হয়েছে।