নিপা: কেরলে প্রত্যাহার হাই-অ্যালার্ট, ১২ তারিখ খুলছে স্কুল-কলেজ

Continues below advertisement

কোঝিকোড়: নিপা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে গতমাসে কোঝিকোড় ও মাল্লাপুরমে জারি হওয়া হাই-অ্যালার্ট প্রত্যাহার করল কেরল সরকার।

Continues below advertisement

এদিন, নিপা-পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের পর কেরলের স্বাস্থ্যেমন্ত্রী কে কে শৈলজা বলেন, আগামী ১২ তারিখ স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি যোগ করেন, জনসমাবেশে যোগ দেওয়ার ওপর কোনও নিষেধাজ্ঞা না থাকলেও, মানুষের উচিত অন্ততপক্ষে চলতিমাসের শেষ পর্যন্ত সতর্কতা অবলম্বন করা।

মন্ত্রীর দাবি, নিপা এখন নিয়ন্ত্রণে। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনও খবর নেই। ফলে, মে মাসের মাঝামাঝিতে নিপা-ইস্যুতে যে হাই-অ্যালার্ট জারি করা হয়েছিল, তা শিথিল করা হল। তিনি এ-ও জানান, যাঁরা এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাঁদের ওপর নজর রাখা হচ্ছে। তবে, একইসঙ্গে তিনি আশ্বাস দেন, নতুন করে আক্রান্ত বা তাঁদের পরিবারে এই ভাইরাস পুনঃসংক্রমিত হবে না। তাই, তাঁদের আলাদা করে দেওয়ার কোনও প্রশ্ন নেই।

 
Continues below advertisement
Sponsored Links by Taboola