তিরুঅনন্তপুরম: নিপা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে কেরলের কোঝিকোড় ও মলপ্পুরম জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান এ মাসের ১২ তারিখের আগে খুলছে না। ইউপিএসসি ছাড়া বাকি সব পরীক্ষাও স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউও স্থগিত করে দেওয়া হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা ও অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য) রাজীব সদানন্দনের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বৈঠকের পর শৈলজা বলেছেন, ‘১,৯৫০ জনের নিপা ধরা পড়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল-কলেজ ফের খোলা এবং পরীক্ষা নেওয়া আরও কয়েকদিন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে তিরুঅনন্তপুরমে সর্বদল বৈঠক হবে।’
নিপা সতর্কতা: কেরলের কোঝিকোড়, মলপ্পুরমে ১২ জুন পর্যন্ত বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান, স্থগিত পরীক্ষা
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jun 2018 11:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -