নয়াদিল্লি: নীরব মোদির কেনা ছবি নিলামে তোলা নিয়ে আয়কর দফতরের কাছে উত্তর চাইল বম্বে আদালত। বুধবার নীরব মোদির ফার্মের তরফে দায়ের করা একটি মামলার ভিত্তিতেই আদালত আয়কর দফতরের কাছে সেই ছবি নিলামের বৈধতা নিয়ে সাফাই চেয়েছে। বিচারপতি অকিল কুরেশি ও সারঙ্গ কোতওয়ালের বেঞ্চ ১ এপ্রিলের মধ্যে আয়কর দফতেরর উত্তর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।


উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই একটি স্পেশ্যাল কোর্ট নীরব মোদির কেনা ৬৮টি ছবি নিলামের নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী ৫৫টি ছবি বিক্রি করে ৫৫ কোটি টাকা আদায় করে আয়কর দফতর। নীরব মোদির ফার্ম ক্যামিলট এন্টারপ্রাইস এই নিলামকে অবৈধ দাবি করে মামলা দায়ের করে। বুধবার সেই মামলার পরিপ্রেক্ষিতেই আয়কর দফতরের জবাব চেয়ে পাঠাল বম্বে আদালত।

উল্লেখ্য, শুক্রবার ফের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে ঋণখেলাপি মামলায় অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদিকে। তার আগেই লন্ডন পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও এনফোর্সমেন্ট ডিরক্টরের একটি দল। পিটিআই সূত্রের খবর, দিল্লি থেকে লন্ডনে পাঠানো হচ্ছে সিবিআই ও ইডি-র দুই উচ্চ পদস্থ অফিসারকে। তাঁরা নীরবের বিরুদ্ধে যাবতীয় নথি নিয়ে সেখানে যাবে এবং ব্রিটিশ পুলিশকে তদন্তে সহায়তা করবে।


সূত্রের খবর, নীরব মোদির স্ত্রী অ্যামির বিরুদ্ধে যে নতুন চার্জশিট তৈরি হয়েছে, সেই নথিও নিয়ে যাবেন তাঁরা। লন্ডনে ব্রিটেনের তদন্তকারীদের সঙ্গে কথা বলবেন ভারতীয় অফিসাররা। ইডি ও সিবিআই অফিসাররা কথা বলবেন লন্ডনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস সংস্থার আধিকারিকদের সঙ্গেও।


উল্লেখ্য, ৪৮ বছর বয়সী নীরব ২ কোটি বিলিয়ন মার্কিন ডলার ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত। একই সঙ্গে অভিযুক্ত নীরবের স্ত্রী অ্যামি এবং তার আত্মীয় মেহুল চোকসি। গত সপ্তাহেই লন্ডনের পুলিশ তাকে গ্রেফতার করে এবং ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে। নীরবের তরফে আদালতে জামিনের আর্জি জানানো হলেও তা খারিজ করে দেন বিচারক।