বিদেশ প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, পিএনবি জালিয়াতিতে নীরব ও মেহুলের বিরুদ্ধে সিবিআই মামলা দায়ের করার পরেই তাঁদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি নীরব ও মেহুলকে নোটিস দিয়ে এক সপ্তাহের মধ্যে তাঁদের জবাব দিতে বলে বিদেশমন্ত্রক। কিন্তু তাঁরা সেই সময়ের মধ্যে জবাব দিতে না পারায় ২৩ ফেব্রুয়ারি পাসপোর্ট বাতিল করা হয়।
হংকংয়ে লুকিয়ে নীরব মোদী, অন্তর্বর্তী গ্রেফতারের অনুরোধ জানাল বিদেশমন্ত্রক
Web Desk, ABP Ananda
Updated at:
05 Apr 2018 09:42 PM (IST)
নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতিতে মূল অভিযুক্ত নীরব মোদী হংকংয়ে লুকিয়ে আছেন। তাঁর অন্তর্বর্তী গ্রেফতারের জন্য অনুরোধ জানানো হয়েছে বলে জানালেন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। নীরব ও মেহুল চোকসি এখন কোথায় সে বিষয়ে সরকারের কাছে কোনও তথ্য আছে কি না, সে বিষয়ে রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে তিনি জানিয়েছেন, গত ২৩ মার্চ হংকং সরকারকে নীরবকে অন্তর্বর্তী গ্রেফতারের অনুরোধ জানানো হয়েছে।
বিদেশ প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, পিএনবি জালিয়াতিতে নীরব ও মেহুলের বিরুদ্ধে সিবিআই মামলা দায়ের করার পরেই তাঁদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি নীরব ও মেহুলকে নোটিস দিয়ে এক সপ্তাহের মধ্যে তাঁদের জবাব দিতে বলে বিদেশমন্ত্রক। কিন্তু তাঁরা সেই সময়ের মধ্যে জবাব দিতে না পারায় ২৩ ফেব্রুয়ারি পাসপোর্ট বাতিল করা হয়।
বিদেশ প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, পিএনবি জালিয়াতিতে নীরব ও মেহুলের বিরুদ্ধে সিবিআই মামলা দায়ের করার পরেই তাঁদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি নীরব ও মেহুলকে নোটিস দিয়ে এক সপ্তাহের মধ্যে তাঁদের জবাব দিতে বলে বিদেশমন্ত্রক। কিন্তু তাঁরা সেই সময়ের মধ্যে জবাব দিতে না পারায় ২৩ ফেব্রুয়ারি পাসপোর্ট বাতিল করা হয়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -