নয়াদিল্লি: ১৩ হাজার কোটি টাকা পিএনবি জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদি ব্রিটেনে আছেন বলে সংসদে জানাল কেন্দ্র। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ একথা জানালেন। তিনি বলেছেন, ম্যানচেস্টারের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো তদন্ত করে নীরবের তাদের দেশে থাকার কথা জেনেছে। ভারতীয় তদন্ত এজেন্সিগুলিকে তারা তা জানিয়েছে। তিনি এও বলেন, ২০১৮-র আগস্টে ভারত সরকারের তরফে ব্রিটেনের কর্তৃপক্ষকে দুটি আবেদন পাঠিয়ে নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের মাধ্যমে পাঠাতে বলা হয়। একটি আবেদন করে সিবিআই, অন্যটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই আবেদনগুলি সে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।
এই মামলায় পলাতক নীরবকে হাতে পেতে চায় ভারত। গত জুনে নীরবকে খুঁজে বের করতে সাহায্য চেয়ে একাধিক ইউরোপীয় রাষ্ট্রকে লিখিত বার্তা পাঠায় বিদেশমন্ত্রক। গত সপ্তাহে বিদেশমন্ত্রকও জানায়, নীরবকে ভারতে পাঠানোর আবেদনটি আদালতের সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঠানোর আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রক খতিয়ে দেখছে।
নীরবের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট দিয়েছে সিবিআই।
এ মাসের গোড়ায় ব্রিটেনের এক আদালত আরেক পলাতক ভারতীয় শিল্পপতি বিজয় মাল্যকেও ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয়। প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যাঙ্কঋণ শোধ না করায় প্রতারণা ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে মাল্যকে ভারতে ফেরানোর তোড়জোড় চলছে।
নীরবকে দেশে ফেরানোর ব্যাপারে লন্ডনে ভারতীয় দূতাবাস ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে যাচ্ছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।
নীরব মোদি ব্রিটেনে, জানিয়েছে সে দেশের তদন্তকারী এজেন্সি, প্রত্যর্পণের জন্য দুটি আবেদন পাঠিয়েছে সরকার, সংসদে কেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
29 Dec 2018 04:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -